logo
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪৬
বেঙ্গালুরু বিমানবন্দরে চালু হচ্ছে 'পেপারলেস এয়ার ট্রাভেল'
প্রথম বাংলাদেশ ডেস্ক

বেঙ্গালুরু বিমানবন্দরে চালু হচ্ছে 'পেপারলেস এয়ার ট্রাভেল'

প্রতিবেশি দেশ ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরে চালু হচ্ছে 'পেপারলেস এয়ার ট্রাভেল'। বিমানযাত্রায় কাগজ পত্রের ঝামেলা এড়াতে অত্যাধুনিকে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। ২০১৯ সালের শুরুতেই এই প্রক্রিয়ার প্রথম পর্বের কাজ সম্পন্ন করবে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর।

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেঙ্গালুরু বিমানবন্দর ও ভিশন-বক্স এর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তে আসা হয় সেখানকার বিমানবন্দরে বায়োমেট্রিক সেলফ বোর্ডিং পরিষেবা চালু করা হবে। 'এয়ার এশিয়া' ও 'স্পাইস জেট' এর যাত্রীরা প্রথম এই পরিষেবার সুযোগ পাবেন।

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হরি মারার জানান, 'এই সিদ্ধান্ত বদলে দেবে বিমানযাত্রার অভিজ্ঞতা। এবার কোনো সমস্যা ছাড়াই, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝুঁকি থেকে মুক্তি দেবে এই নতুন ব্যবস্থা'।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com