গতকল (১৮ মে) ছিল আন্তর্জাতিক জাদুঘর দিবস। দিবসটি পৃথকভাবেপালন করেছে জাতীয় জাদুঘর ও মুক্তিযুদ্ধ জাদুঘর। এ উপলক্ষে সেমিনার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল কমিটি অব মিউজিয়াম (আইসিওএম) এবার এ দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করে ‘বহুধা সংযুক্ত জাদুঘর : নতুন প্রয়াস, নতুন প্রজন্ম।’
দিবসাট উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘শিকড় সন্ধানী গবেষক : ড. নলিনীকান্ত ভট্টশালী’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানের শুরুতেই আলী ইমাম নির্মিত ‘নলিনীকান্ত ভট্টশালী’এর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অধ্যাপক ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক ও অধ্যাপক ড. আবদুল মোমিন চৌধুরী। বিষয়টির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশুসাহিত্যিক আলী ইমাম। স্বাগত বক্তৃতা করেন জাদুঘরের সচিব মো. শওকত নবী।

তথ্যমন্ত্রী বলেন, ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব এবং জাদুঘর চর্চার মাধ্যমে সন্ত্রাস ও মৌলবাদকে প্রতিহত করে আগামী প্রজন্মের কাছে হাজার বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরতে হবে। তবেই তারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে।
অন্যদিকে দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সিকদার জুলকারনাইন। আলোচনাপরবর্তী সাংস্কৃতিক পর্বে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ‘ঢাকা স্বরকল্পন’ এবং সঙ্গীত পরিবেশন করে ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামের (আইসিওএম) আহ্বানে ১৯৭৮ সাল থেকে প্রতি বছরের ১৮ মে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক জাদুঘর দিবস।