logo
আপডেট : ১৯ মে, ২০১৮ ১১:১৯
আসামের বাংলা ভাষার শহীদ দিবস আজ
অনলাইন ডেস্ক

আসামের বাংলা ভাষার শহীদ দিবস আজ

আজ শনিবার (১৯ মে) ভারতের আসাম রাজ্যের বাংলা ভাষার শহীদ দিবস। আসাম রাজ্যের অন্যতম সরকারি ভাষা হিসেবে বাংলার স্বীকৃতির দাবিতে বরাক উপত্যকার বাঙালিরা আন্দোলন শুরু করলে ১৯৬১ সালের ১৯ মে শিলচর স্টেশন এলাকায় আসাম পুলিশ গুলি চালায়। এতে এক নারীসহ প্রাণ হারায় ১১ জন।

দিবসটি স্মরণে ঢাকায় দুটি সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। ‘ভাষা আন্দোলন স্মৃতি পরিষদ’ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আসামের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করেছে ‘একাত্তরের যাত্রী’ সংগঠনটি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com