logo
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:০৯
মানবসেবায় কাজ করতে অবসরে যাচ্ছেন জ্যাক মা
প্রথম বাংলাদেশ ডেস্ক

মানবসেবায় কাজ করতে অবসরে যাচ্ছেন জ্যাক মা

চীনা শীর্ষ ধনকুবেরদের অন্যতম জ্যাক মা ই-কমার্স জায়ান্ট আলিবাবার নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার তিনি অবসর নেবেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়, জ্যাক মা চেয়ারম্যানের পদ ছাড়লেও পরিচালনা পর্ষদে থাকবেন। তিনি এখন থেকে দাতব্য শিক্ষায় মনোযোগ দেবেন।

জ্যাক মা আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ১৯৯৯ সালে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানটি শুরু করেন তিনি। ৪০০ বিলিয়ন ডলারের আলিবাবা এখন বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান। আলিবাবার অনলাইন বিক্রি, চলচ্চিত্র তৈরি, ক্লাউড কম্পিউটিং ব্যবসা রয়েছে।

টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এই ইংরেজি শিক্ষক বলেন, ‘অবসর মানেই একটা যুগের শেষ নয়, বরং আরেকটি যুগের শুরু।আমি পড়াশোনা ভালোবাসি।’

জ্যাক মা এই সোমবারে ৫৪-তে পা দেবেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ চার হাজার কোটি মার্কিন ডলার। ২০১৭ সালে ফোর্বসের দেয়া চীনের ধনীদের তালিকায় তিনি তৃতীয়।

চলতি সপ্তাহের শুরুর দিকে জ্যাক মা ব্লুমবার্গ টিভিকে বলেছিলেন, তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের পদাঙ্ক অনুসরণ করে ব্যক্তিগতভাবে একটি ফাউন্ডেশন গড়ে তুলতে চান। বলেন, বিল গেটসের কাছ থেকে তাঁর শেখার অনেক কিছু আছে।

জ্যাক মা বলেন, ‘আমি কখনো এতটা সমৃদ্ধ হতে পারব না কিন্তু আমি যেটা ভালো করতে পারি, তা হলো আগে আগে অবসরে যেতে পারি। আমি ভাবছি কোনো দিন খুব শিগগির আমি শিক্ষকতায় ফিরে যাব। আমার মনে হয়, আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বের চেয়ে আমি এটা ভালো করতে পারব।’

হাইস্কুলের গণ্ডি কোনোমতে পার করতে পারলেও উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে গিয়ে বিপদে পড়েন জ্যাক। দুই-দুবার ভর্তি পরীক্ষায় ব্যর্থ হন। তৃতীয়বারে কোনো রকমে পাস করে হ্যাংঝু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হন।

জ্যাক মা শিক্ষক হিসেবে তার পেশাজীবন শুরু করেন। তিনি চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশের হ্যাংঝোতে শহরে একটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন। হ্যাংঝোতে এক দল বন্ধুর সঙ্গে জ্যাক মা’র ফ্ল্যাট থেকে আলিবাবার যাত্রা শুরু হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com