logo
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:২৭
দোতলা বাস পেল নজরুল বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক

দোতলা বাস পেল নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে বিআরটিসির ডাবল ডেকার একটি বাস উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

শনিবার সকাল ১১টায় এ বাসটি উদ্বোধন করা হয়।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় বাসটি পাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. হাফিজুর রহমান, পরিচালক (অর্থহিসাব) মো. সোহেল রানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পরিবহন প্রশাসক মাসুদ রানা প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com