ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস নেই বলে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরব। রবিবার রাশিয়ার নিউজ চ্যানেল রুসিয়া আল-ইয়াওম’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান।
এছাড়া মধ্যপ্রাচ্যে এই তিন দেশ বড় ধরনের গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন দেহকান। এসময় দেহকান বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে কারো সঙ্গে আলোচনায় বসবে না তেহরান। খবর পার্সটুডের।
ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না- উল্লেখ করে জেনারেল দেহকান বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেশের সম্মান, স্বাধীনতা, শক্তিমত্তা ও জাতীয় আস্থার প্রতীক এবং এটি নিয়ে যেন কেউ তেহরানের সঙ্গে দর কষাকষি করতে না আসে।
ইয়েমেনের জনগণ অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে উল্লেখ করে দেহকান বলেন, ইয়েমেনিরা সাহায্য চাইলে ইরান তাদের পাশে দাঁড়াবে। সিরিয়ার ইদলিবে চলমান সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীদেরকে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়ার সুযোগ না দিয়ে তাদেরকে নির্মূল করতে হবে।