logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১২:০৫
দিল্লিতে ২৪ ঘণ্টায় দু’বার ভূমিকম্প
প্রথম বাংলাদেশ ডেস্ক

দিল্লিতে ২৪ ঘণ্টায় দু’বার ভূমিকম্প

২৪ ঘণ্টার মধ্যেই পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। রবিবার দুপুরের পর সোমবার সকালে ফের দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬।

ভুমিকম্পের উৎসস্থল মীরট থেকে মাত্র ছ’কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস-এর রিপোর্ট অনুযায়ী, মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ জনগণ।

এর আগে রবিবার বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। এদিন উৎসস্থল ছিল হরিয়ানার ঝাঝর। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৮। এদিনও উৎসস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

কম্পন তিন সেকেন্ড স্থায়ী হয় বলে সূত্রের খবর। দিল্লির আশেপাশের অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়। এর আগেও আফগান বা পাকিস্তানের ভূমিকম্পের প্রভাব পড়তে দেখা গিয়েছে দিল্লিতে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com