logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৩৫
ফ্রান্সে ছুরিকাঘাতে আহত ৭
প্রথম বাংলাদেশ ডেস্ক

ফ্রান্সে ছুরিকাঘাতে আহত ৭

ফ্রান্সের প্যারিসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই ব্রিটিশ নাগরিকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত ১১টার দিকে প্যারিসের উত্তর-পূর্বে একটি লেকের পাড়ে ছুরি এবং রড দিয়ে হামলা চালায় ওই ব্যক্তি। হামলাকারী আফগানিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

এটিকে ব্যক্তিগত হামলা এবং এর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর বিবিসির।

দুই ব্রিটিশ নাগরিক আহত হওয়ার ঘটনায় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আমরা জরুরি ভিত্তিতে ওই ঘটনার তদন্ত করছি আর ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

এরআগে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছিলেন শতাধিক মানুষ। এখনও দেশটিতে সতর্কতা জারি রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com