logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৩৩
কারামুক্ত হলেন কম্বোডিয়ার বিরোধী দলীয় নেতা
প্রথম বাংলাদেশ ডেস্ক

কারামুক্ত হলেন কম্বোডিয়ার বিরোধী দলীয় নেতা

কারাগার থেকে মুক্তি পেয়েছেন কম্বোডিয়ার বিরোধী দলীয় নেতা কিম সোখা।  রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়ার এক বছর পর সোমবার তিনি কারাগার থেকে ছাড়া পান। দেশটিতে এক তরফা নির্বাচনের পর দেশটির সরকারকে বিরোধীদের ওপর কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে। খবর এএফপি’র।

সোখার আইনজীবী চান চেন এএফপি’কে বলেন, ‘কিম সোখা স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে বাড়িতে ফিরে গেছেন। সীমান্তবর্তী একটি কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়’।

নাম প্রকাশ না করার শর্তে আদালতের এক কর্মকর্তা জানান, ‘কিম সোখা জামিনে ছাড়া পেলেও তার আইনজীবী তার মুক্তির শর্তগুলো তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি’।

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর কিম সোখাকে গ্রেফতার করা হয়। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তাকে বিনা বিচারে আটক রাখা হয়। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৩০ বছরের সাজা হতে পারে। তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ বাতিল করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ৬৫ বছর বয়সী কিম সোখার বিরুদ্ধে এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখা হচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com