logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৫২
যৌন হয়রানি: সিবিএস প্রধানের পদত্যাগ
প্রথম বাংলাদেশ ডেস্ক

যৌন হয়রানি: সিবিএস প্রধানের পদত্যাগ

যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিবিএস এর প্রধান লেস মুনভেস। সোমবার এক বিবৃতির মাধ্যমে সিবিএস এর প্রধান নির্বাহী ও চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

তার বিরুদ্ধের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে মুনসেভ জানিয়েছেন,  স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরণের সুযোগ-সুবিধা নেবেন না

তবে ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় পদত্যাগ করেছেন মুনভেস। কারণ, পদত্যাগের পরই তিনি প্রতিষ্ঠান থেকে এককালীন মোটা অঙ্কের টাকা পাবেন।

গত জুলাইয়ে মুনভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ছয় নারী। সেই অভিযোগের তদন্ত চলছে। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন মুনভেস।  মুনভেসের পরিবর্তে প্রতিষ্ঠানটির অস্থায়ী প্রধানের দায়িত্ব পালন করবেন জোসেপ লেনিলো।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com