logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৪৪
বিএনপির মানববন্ধন শেষে আটক অর্ধশতাধিক
নিজস্ব প্রতিবেদক

বিএনপির মানববন্ধন শেষে আটক অর্ধশতাধিক

দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন থেকে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে নেতাকর্মীদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃতদের তালিকায় বিএনপির সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল এবং নির্বাহী কমিটির সদস্য আবদুল মতিন আছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে পল্টন মোড় থেকে গ্রেপ্তার হন মোস্তাফিজুর রহমান বাবুল ও আবদুল মতিন। এ ছাড়া পল্টন, সেগুনবাগিচা, প্রেসক্লাবের আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়।

আটকের বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com