logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৪৮
অর্থ পাচারে বিসমিল্লাহ গ্রুপের ৯ জনের জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচারে বিসমিল্লাহ গ্রুপের ৯ জনের জেল-জরিমানা

অর্থ পাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান নওরীন হাবিবসহ নয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিতদের সবাই মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের ১৫ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬৮৬ টাকার দ্বিগুণ পরিমাণ অর্থ জরিমানাও করেছে আদালত। ওই অর্থ ৬০ দিনের মধ্যে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

দণ্ডিত অপর সাতজন হলেন, প্রতিষ্ঠানটির পরিচালক ও খাজা সোলেমানের মা সারোয়ার জাহান, গ্রুপের পরিচালক আবিদা হাসিব, নাহিদ আনোয়ার খান ও খন্দকার মো. মইনুদ্দিন ইশহাক, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী ও ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদ। দণ্ডিত আসামিরা সবাই মামলার শুরু থেকেই পলাতক।

দুদক পরিচালক ইকবাল হোসেন রাজধানীর রমনা, মতিঝিল ও নিউমার্কেট থানায় এসব মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের বিভিন্ন সময়ে আদালতে চার্জশিট দেওয়া হয়।

এ সম্পর্কে এই মামলার দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে ডজনের বেশি মামলা রয়েছে। যার মধ্যে প্রথম মামলার রায় হলো।

রায় হওয়া মামলাটি ২০১৩ সালের ৩ নভেম্বর নিউমার্কেট থানায় দায়ের করা হয়। যেখানে ১৫ কোটি ৩৩ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়। মামলায় দুদকের পক্ষে মোট ২৪ জনের সাক্ষ্য শুনে বিচারক রায় ঘোষণা করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com