লিবিয়ার রাজধানী ত্রিপলিতে জাতীয় তেল কোম্পানির সদরদপ্তরে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে দুজন কর্মকর্তা নিহত এবং ১০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
সোমবার লিবিয়ার রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত কাঁচের গ্লাস আচ্ছাদিত ভবনটির নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের কাছ থেকে নেয়ার জন্য নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে গুলিতে দুজন বন্দুকধারী নিহত হয়।
লিবিয়ার বিশেষ প্রতিরোধ বাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, এখন পর্যন্ত দুজন কর্মকর্তা ও দুজন হামলাকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জাতিসংঘ সমর্থিত লিবিয়া সরকারি বাহিনী ঘটনাস্থলের কিছু ছবি প্রকাশ করেছে। তাতে একটি ছবিতে একজন পা পড়ে থাকতে গেছে। এই পা-টি একজন আত্মঘাতী হামলাকারীর বলা হচ্ছে।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
কর্তৃপক্ষ জানায়, ভবনটিতে প্রবেশের আগে একটি বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এতে পুরো ভবনটি কেঁপে উঠে। বিস্ফোরণের পর নিচতলায় আগুন ধরে যায় এবং দ্রুত তা অন্যান্য মেঝেতেও ছড়াতে থাকে।
সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা ভবনের উঁচু তলা থেকে লোকজনদের নিরাপদের সরিয়ে নেয়ার চেষ্টা করছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
কোম্পানির প্রধান মুস্তফা সানাউল্লাহ লিবিয়ার টেলিভিশন চ্যানেলকে জানান, বিস্ফোরণ ও সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলি বিনিময়ের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।
সানা উল্লাহ আরো জানান, আগুনে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারদিকে শুধু ধোঁয়া। বন্দুকধারীর নিচের ফ্লোরগুলোতে হামলা চালায়। এটা খুবই নৃশংস হামলা।