বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হরতাল অবরোধের নামে যারা মানুষ পুড়িয়ে মেরেছে তারা সন্ত্রাসী দল হিসেবেই বিবেচিত হবে। বিএনপির মত সন্ত্রাসী দলের জন্য দেশের ভাবমুর্তি নষ্ট হয় না।
‘কানাডার একটি আদালত বিএনপিকে সন্ত্রসী দল হিসেবে আখ্যায়িত করেছে। এর ফলে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট হবে কি না’- জানতে চাইলে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অবশ্যই কানাডার আদালত যথেষ্ট তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্তে এসেছে।’
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই যথা সময়ে সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন হবে। জ্বালাও-পোড়াও করে কোনো লাভ হবে না। সুতরাং বিএনপির এখন উচিত হবে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেয়া।’