logo
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৩৭
কেরানীগঞ্জ প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৪ | অনলাইন সংস্করণ
কেরানীগঞ্জে একটি ছাপাখানা ও কুরিয়ার সার্ভিসের গোডাউনে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জে একটি ছাপাখানা ও কুরিয়ার সার্ভিসের গোডাউনে ভয়াবহ আগুন

কেরানীগঞ্জে হাসান বুক ডিপোর ছাপাখানা ও জননী কুরিয়া সার্ভিসের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার বিকালে ৪টার দিকে টেকুরিয়ার চৌরাস্তার পাশে ঝিলমিল আবাসন প্রজেক্টের ভিতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও ঢাকার সদরঘাটের ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।

ঢাকার সদরঘাটের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ চন্দ্র বর্মন যুগান্তরকে জানান, আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন কোরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার ও র‍্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মেজর মঞ্জুর মোর্শেদ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com