logo
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪৫
আইনজীবী শওকত আকবর ৫ দিন ধরে নিখোঁজ : দাবি পরিবারের
নিজস্ব প্রতিবেদক

আইনজীবী শওকত আকবর ৫ দিন ধরে নিখোঁজ : দাবি পরিবারের

ঢাকা বার কাউন্সিলের সদস্য আইনজীবী মো. শওকত আকবর গত ৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার।

মঙ্গলবার তার সন্ধান চেয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী সানিয়া আক্তার।

সংবাদ সম্মেলনে সানিয়া আক্তার বলেন, গত ৭ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন শওকত আকবর। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। এ ঘটনায় ওই দিনই পল্লবী থানায় একটি জিডি করা হয়েছে। পাশাপাশি র্যাব-৪ কে জানানো হয়েছে। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্ধান চেয়ে আবেদন করছি।

তিনি বলেন, স্বামী ও ১০ মাসের একটি কন্যা সন্তানসহ আমি রাজধানীর মিরপুর-১০ নম্বরের এ ব্লকের ৪ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে থাকি। আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন, ছিলেনও না। তবে গ্রামের বাড়ির সম্পত্তি নিয়ে শওকতের বাবার চাচাতো ভাই মো. আলী, শওকত আলী ওরফে বাবুল ও আমজাত আলী ওরফে বাদলের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। তারা শওকতক আকবরকে হত্যার হুমকিও দিতেন। হুমকির বিষয়ে ২০১৭ সালের ১৭ অক্টোবর পল্লবী থানায় একটি জিডিও করেন শওকত। সর্বশেষ মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত শওকতের হদিস পাওয়া যায়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com