logo
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:০৩
তেলেঙ্গানায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

তেলেঙ্গানায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪৫ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে ছয় শিশুও রয়েছে। মঙ্গলবার সকালে রাজ্যের জাগতিয়াল জেলার কোন্ডাগাত্তু এলাকায় একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়।

রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি ৭০ জন তীর্থযাত্রীসহ জাগতিয়াল থেকে কোন্ডাগাটুতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। উপত্যকা থেকে মৃতদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনায় আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তীর্থযাত্রীসহ পাহাড় চূড়ার শ্রী অঞ্জনেয়া স্বামী নামের একটি মন্দির থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com