logo
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৪৭
সমঝোতা ব্যর্থ হলে পরমাণু কর্মসূচি বৃদ্ধি: ইরান
প্রথম বাংলাদেশ ডেস্ক

সমঝোতা ব্যর্থ হলে পরমাণু কর্মসূচি বৃদ্ধি: ইরান

ইরানের সঙ্গে বিশ্বের ছয় জাতিগোষ্ঠির পরমাণু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার পর এ চুক্তি টিকিয়ে রাখার চেষ্টা করছে বাকি দেশগুলো। এই সমঝোতা চুক্তি বাতিল হলে পরামাণু সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহী বলেন, ‘পরমাণু সমঝোতা বাতিল হয়ে গেলে তার পরিণতি হবে ভয়াবহ এবং ইরান আগের চেয়ে অনেক শক্তিমত্তার সঙ্গে নিজের পরমাণু কর্মসূচির বিস্তার ঘটাবে’।

এপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমেরিকারই ক্ষতি হয়েছে’। 

আলী আকবর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভেবেছেন বলপ্রয়োগের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যাবে। কিন্তু পরমাণু সমঝোতার ক্ষেত্রে তার বলপ্রয়োগের নীতি ব্যর্থ হবে এবং আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে।

এছাড়া ট্রাম্পের এ পদক্ষেপ সত্ত্বেও বাকি পক্ষগুলোর সহযোগিতার মাধ্যমে পরমাণু সমঝোতা টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে গত মে মাসে নিজেদের প্রত্যাখ্যান করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সমঝোতার বাকি পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন এ সমঝোতা বাস্তবায়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com