logo
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৪৭
সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ৫.৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আসামের ধুবড়ি জেলার সাপাত গ্রাম এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের সময় রাজধানীতে সব ভবন দুলতে থাকে। আতঙ্কিত লোকজন বিল্ডিং থেকে রাস্তায় নেমে আসে। সবার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। আবার অনেকে ভবন থেকে বের হতে না পেরে ভেতরেই আশ্রয় নেন।

রাজধানী ছাড়াও রংপুর, লালমনিরহাট, চাঁদপুর, বগুড়াসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com