logo
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৫৮
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
প্রথম বাংলাদেশ ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গ। ভূমিকম্পের উৎপত্তিস্থল আসাম। সেখানে ৫ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। 

মার্কিন ভূতা‌ত্ত্বিক জ‌রিপ সংস্থা (ইউএস‌জিএস) জা‌নি‌য়ে‌ছে, রিখটার স্কে‌লে ভূ‌মিক‌ম্পের মাত্রা ছিল ৫ দশ‌মিক ৬। এর কেন্দ্র‌ছিল ভার‌তের আসা‌মের সপ্তগ্রাম থে‌কে ৯ কি‌লো‌মিটার উত্তর পূ‌র্বে। এর গভীরতা ১০ কি‌লো‌মিটার।

প্রাথমিক খবরে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানানো হয়। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।

বুধবার সকালে ভারতের উত্তরাঞ্চল, পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মির এবং হরিয়ানার বেশ কিছু স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাজ্জার অঞ্চলে ৩ দশমিক ১ মাত্রা, হরিয়ানায় ৪ দশমিক ৬ মাত্রা এবং জম্মু-কাশ্মিরে ৫ দশমিক ১৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং এবং বিহারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৫ থেকে ৩০ সেকেন্ড সময় পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com