logo
আপডেট : ২৪ মে, ২০১৮ ১৪:৩৭
বিয়ের ১৫ মিনিটেই স্ত্রীকে তালাক!
অনলাইন ডেস্ক

বিয়ের ১৫ মিনিটেই স্ত্রীকে তালাক!

বিয়ের ১৫ মিনিটের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী। বুধবার সংযুক্ত আরব আমিরাতে এমন ঘটনা ঘটে। বিয়েতে চুক্তি অনুযায়ী কনের বাবাকে টাকা প্রদানের বিষয় নিয়ে অপমানজনক পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। খবর গালফ নিউজ।

খবরে বলা হয়, বিয়ের চুক্তি অনুযায়ী বর শ্বশুরকে এক লাখ দিরহাম প্রদানে বাধ্য ছিলেন। বর প্রতিশ্রুতি দেন, বিয়ে শেষ হওয়ার সময় ৫০ হাজার দিরহাম শরিয়াহ জজ আদালতে দেবেন এবং বাকি ৫০ হাজার দিরহাম আদালত প্রাঙ্গণের বাইরে দেবেন। পূর্বের কথা মতো, চুক্তিতে সই করার সময় আদালত প্রাঙ্গণে শ্বশুরকে ৫০ হাজার দিরহাম দিয়ে দেন। এ সময় বর ও কনে পক্ষের পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

বর কনেকে নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হবেন-এমন সময় শ্বশুর বাকি টাকা পরিশোধের জন্য জামাইকে বলেন। জামাই বলেন, ‘একটু ধৈর্য্য ধরেন। মাত্র ৫ মিনিট লাগবে। বাকি টাকা আদালত থেকে রেব হয়েই দিচ্ছি। টাকা আমার গাড়িতেই আছে।’ তবে শ্বশুর নাছোড়বান্দা। জামাইয়ের এ কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘বাকি টাকা এই মুহূর্তেই দিতে হবে।’ শ্বশুর টাকা আনার জন্য বরকে গাড়িতে কোনো আত্মীয় বা বন্ধুকে পাঠাতে বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একজন আইনজীবী গালফ নিউজকে বলেন, ‘শ্বশুড়ের এ রকম আচরণে জামাই অপমান বোধ করেন এবং মানসিকভাবে কষ্ট পান। তাই ক্ষিপ্ত হয়েই তিনি শ্বশুরকে বলেন, ‘আমি আপনার মেয়েকে স্ত্রী হিসেবে পেতে চাই না।’ এর পরপরই তিনি তার সদ্য বিবাহিত স্ত্রীকে তালাক দেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com