logo
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৫৫
চীনে ফুটপাথে গাড়ি, নিহত ৯
প্রথম বাংলাদেশ ডেস্ক

চীনে ফুটপাথে গাড়ি, নিহত ৯

চীনের হুনান প্রদেশে একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ায় ৯ জন নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়েছেন। হুনান প্রদেশের হেংডং শহরের বিনজিয়াং স্কয়ারে  বুধবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ওই গাড়ির ড্রাইভার চীনা নাগরিক ইয়াং জানয়ুনকে গ্রেপ্তার করেছে। ইচ্ছাকৃত ভাবে এটি ঘটনো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ওই ড্রাইভারের এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  খবর পিপলস ডেইলি চাইনার।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন তিনি।

এই ঘটনার পেছনে কোনো সন্ত্রাসী গোষ্ঠির মদদ রয়েছে কি না সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com