logo
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:০৫
ধাওয়া করে ছিনতাইকারী ধরে পুরস্কৃত হলেন অন্তরা
নিজস্ব প্রতিবেদক

ধাওয়া করে ছিনতাইকারী ধরে পুরস্কৃত হলেন অন্তরা

নিজের ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগ উদ্ধারসহ ধাওয়া করে ছিনতাইকারীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা সাহসী তরুণী অন্তরা রহমানকে (২২) পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ সভায় তার হাতে পুরস্কারের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

এ সময় তিনি বলেন, ‘আমাদের সামনে রয়েছেন সাহসী একজন নাগরিক অন্তরা রহমান। তিনি তার বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেলে তিনি নিশ্চুপ না থেকে অত্যন্ত সাহস নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে পুলিশের নিকট সোপর্দ করেন। যা অত্যান্ত প্রশাংসনীয়। আশা করি অন্তরার মতো সকলে সাহসী হয়ে অপরাধের বিরুদ্ধে দাঁড়াবেন।’

ঘটনা সম্পর্কে জানা গেছে, অন্তরা রহমান রাজধানীর বনশ্রীতে পরিবারের সঙ্গে বসবাস করেন। গত ১৭ আগস্ট সন্ধ্যায় রিকশায় করে আত্মীয়র বাসায় যাওয়ার সময় যাত্রবাড়ী থানাধীন জনপথ মোড়ে পৌঁছালে এক ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌঁড় দেয়। এ সময় অন্তরাও ছিনতাইকারীকে ধরতে দৌঁড় শুরু করেন। ওই ছিনতাইকারী নিজেকে বাঁচাতে একটি চলন্ত বাসে উঠে পড়ে। অন্তরাও সেই চলন্ত বাসে উঠে ছিনতাইকারীকে ধরে সঙ্গে সঙ্গে টহল পুলিশকে অবহিত করে সহায়তা চান। পরে পুলিশ ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

এ ঘটনায় অন্তরা রহমান নিজে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com