logo
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৫১
বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা ফুয়াদ রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা ফুয়াদ রিমান্ডে

বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গ্রেপ্তার খুনি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ওই মামলায় বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এসআই পার্থ প্রতীম ব্রক্ষচারী এ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানিকালে আসামির পক্ষে কোন আইনজীবী ছিল না।

রিমান্ড আবেদেন বলা হয়, আসামি বঙ্গবন্ধুর হত্যাকারী লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের জামাতা। তার সহধর্মীনি শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত রশিদ খানের মেয়ে।

ফুয়াদ শাহরিয়ার রশিদের জামাতা হওয়ায় তার শ্বশুরের মৃত্যুর দণ্ডাদেশের বিষয়টি মেনে নিতে পারেনি। তাই সে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে গত ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধের সত্যতা স্বীকার করেছেন। মামলার মুল রহস্য উদঘাটনসহ আরো তথ্য অন্য কোনও ডিভাইসে সংরক্ষিত আছে কি না এবং আসামির প্রকৃত নাম-ঠিকানা, অন্য কোনও সহযোগি বা ইন্ধনদাতা আছে কিনা তাদের নাম-ঠিকানা ও অপপ্রচার মূলক আরো কোন যোগাযোগ মাধ্যম আছে কি না তা জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত বুধবার রাতে রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে পেশায় শিক্ষক ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ফুয়াদের কাছ থেকে মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়।

এরআগে  গত ২৩ আগষ্ট মো. নাজমুল হাসান পিয়াস নামে এক ব্যক্তি ধানমন্ডি থানায় এ আসামির  বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com