logo
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৫০
কাশ্মিরে বাস খাদে পড়ে নিহত ১৩
প্রথম বাংলাদেশ ডেস্ক

কাশ্মিরে বাস খাদে পড়ে নিহত ১৩

জম্মু-কাশ্মিরে একটি মিনিবাস সড়ক থেকে খাদে পড়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। জম্মু-কাশ্মিরের কিসতোয়ার জেলায় শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। সে সময় মিনিবাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল।

তাকরাইয়ের কাছাকাছি দানদারানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। বাসটি কেশওয়ান এলাকা থেকে কিস্তওয়ারের দিকে যাচ্ছিল। সে সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

বাস দুর্ঘটনায় উদ্ধারকাজের নেতৃত্ব দিচ্ছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজেন্দর গুপ্তা। তিনি বলেন, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ১৩ জন আহত হয়েছে।

রাজেন্দর গুপ্তা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়। পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এই ঘটনায় তীব্র শোক প্রকাশ করেছেন। গত এক মাসে এ নিয়ে জম্মু-কাশ্মিরে তিনটি বড় দুর্ঘটনার ঘটনা ঘটল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com