logo
আপডেট : ২৫ মে, ২০১৮ ১৯:২১
মুক্তি পেল ‘রেস থ্রি’-র ‘সেলফিস’
অনলাইন ডেস্ক

মুক্তি পেল ‘রেস থ্রি’-র ‘সেলফিস’

মুক্তি পেল ‘রেস থ্রি’-র ‘সেলফিস’। ওই সিনেমার নতুন গানে সালমন খানের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখা যাচ্ছে। সালমন এবং জ্যাকলিনের সঙ্গে ওই গানে রয়েছেন ববি দেওলও। মুক্তি পাওয়ার পর পরই ভাইরাল হয়ে যায় আতিফ ইসলামের গলায় ‘রেস থ্রি’-র এই গান।

প্রসঙ্গত, আতিফ ইসলামের পাশাপাশি এই গানে শোনা যাবে সালমনের ‘প্রাক্তন’ বান্ধবী ইউলিয়া ভানতুরের গলাও।

‘সেলফিস’-এ জ্যাকলিনের সঙ্গে ববি দেওলের দেখা মিললেও, সালমনের সঙ্গে শ্রীলঙ্কান সুন্দরীর যে রসায়ন, তা কিন্তু বার বার ফুটে উঠেছে। শুনুন ‘রেস থ্রি’-র সেই গান..

এদিকে সালমন খানের সিনেমায় কেন আতিফ ইসলামকে দিয়ে গান গাওয়ানো হচ্ছে, তা নিয়ে বিতর্কের মুখেও পড়তে হয় পরিচালক, প্রযোজককে। যদিও তা নিয়ে মাথা ঘামাননি পরিচালক রেমো ডি’সুজা। প্রসঙ্গত, ‘রেস থ্রি’-তে সালমন খানের পাশাপাশি রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সালিম এবং অনিল কাপুর।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com