logo
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:২৬
দুই কোরিয়ার যৌথ মৈত্রী দপ্তর চালু
প্রথম বাংলাদেশ ডেস্ক

দুই কোরিয়ার যৌথ মৈত্রী দপ্তর চালু

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মত যৌথ মৈত্রী দপ্তর চালু করেছে দক্ষিণ ও উত্তর কোরিয়া। শুক্রবার কায়েসংয়ের নদার্ন নগরীতে এই যৌথ মৈত্রী দপ্তর চালু করা হয়।

আগামী সপ্তাহে প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পিয়ংইয়ং সফরের প্রাক্কালে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলতে তারা এমন পদক্ষেপ নিলো। খবর এএফপি’র।

এক যৌথ প্রতিবেদনের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী চো মিউং-গিওন এক অনুষ্ঠানে বলেন, ‘আজ এখানে ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। দক্ষিণ ও উত্তর কোরিয়ার যৌথভাবে নির্মিত আরেকটি শান্তির প্রতীক হচ্ছে এই মৈত্রী দপ্তর।’

দুই কোরিয়ার মধ্যে স্মরণকালের সবচেয়ে ঘনিষ্ট সম্পর্ক বিরাজ করছে। কয়েকমাসের ব্যবধানে দুইবার দীর্ঘ বৈঠকে মিলিত হয়েছেন দুই কোরীয় নেতা। আগামী সপ্তাহে তৃতীয়বারের মত আবারো বৈঠকে বসবেন তারা। সেখানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক বৃদ্ধি ও কোরীয় উপদ্বীপে শান্তি বজায় রাখতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা বিশ্লেষকদের।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com