logo
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ১২:০১
দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
প্রথম বাংলাদেশ ডেস্ক

দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিরীয় বাহিনী জানিয়েছে, তারা দামেস্কের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলের পক্ষ থেকে নিক্ষিপ্ত একাধিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। খবর পার্স ট্যুডে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা শনিবার রাতে জানিয়েছে, সেনাবাহিনী একটি ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ করে দিয়েছে এবং দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নিক্ষিপ্ত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এর আগে দামেস্ক বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের এক সেনা মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের ব্যাপারে আমরা মন্তব্য করি না।

দখলদার ইসরায়েল সরকার গত কয়েক মাসে সিরিয়ার সামরিক ও বেসামরিক অবস্থানে বহুবার হামলা চালিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী যখন উগ্র জঙ্গিদের হাত থেকে দেশটির বেশিরভাগ এলাকা মুক্ত করে ফেলেছে তখন তেল আবিব সিরিয়ায় হামলা জোরদার করেছে। তবে ইসরায়েলের বহু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে সিরীয় বাহিনী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com