logo
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ১২:০৪
সরকারি হাজিদের ফ্লাইট শেষ হচ্ছে সোমবার
নিজস্ব প্রতিবেদক

সরকারি হাজিদের ফ্লাইট শেষ হচ্ছে সোমবার

পবিত্র হজ পালন শেষে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের দেশে ফিরিয়ে নেয়ার হজ ফ্লাইট শেষ হচ্ছে আগামীকাল (সোমবার)।

ওই দিন রাত সাড়ে ১০টায় ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনার হাজি দেশে ফিরবেন বলে জানা গেছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ছয় হাজার ৭৫৫ জন হজ করেছেন।

এদিকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৮১১ জন হাজি।

গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৬ সেপ্টেম্বর।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com