logo
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১১:০৯
ম্যাংখুত এখন চীনে, লণ্ডভণ্ড ফিলিপাইনে নিহত ৬৪
প্রথম বাংলাদেশ ডেস্ক

ম্যাংখুত এখন চীনে, লণ্ডভণ্ড ফিলিপাইনে নিহত ৬৪

 ফিলিপাইন ও হংকংয়ে ধ্বংসযজ্ঞ চালানোর পর গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ম্যাংখুত এখন চীনে আঘাত হেনেছে। বর্তমানে দক্ষিণ চীনের ওপর দিয়ে ঝড়টি বয়ে যাচ্ছে।

ম্যাংখুতের আঘাতে চীনের গুয়াংডং প্রদেশে দুইজন নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে।

ম্যাংখুতের আগমন বার্তায় গুয়াংডং প্রদেশ ও হাইনান দ্বীপের প্রায় ২৫ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার সকালে টাইফুনটি চীনের মূল ভূমির দিকে এগোচ্ছে। এটি এরপর গুইঝো, চংকিং ও ইউনান প্রদেশে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে হংকংয়ে ম্যাংখুতের আঘাতে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। শহর বন্ধ ঘোষণা করা হয়।

ফিলিপাইনে ম্যাংখুতের আঘাত ৬৪ জন নিহত হয়েছে। এর মধ্যে বেনগুয়েত প্রদেশের ইতোগনে ভূমিধসে ৩৩ জন খনি শ্রমিক নিহত হয়েছে। এ ছাড়া, আরো ২৯ খনি শ্রমিক নিখোঁজ রয়েছে।

ইতোগনের মেয়র ভিক্টোরিও পালাংদান জানিয়েছেন, ম্যাংখুতের আঘাতের পর উদ্ধার অভিযান চলছে। এখানে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।

ফিলিপাইনে ম্যাংখুত ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে অনেক স্থানে ঘরবাড়ি প্রচণ্ড বাতাসে উড়ে গেছে। দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস।

ম্যাংখুতের কারণে অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে বলে আশঙ্কা করছে ফিলিপাইনের সরকার।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com