logo
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৩১
‘ওয়ার্ল্ড স্কিলস বাংলাদেশে’র লোগো উপহার পেলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

‘ওয়ার্ল্ড স্কিলস বাংলাদেশে’র লোগো উপহার পেলেন প্রধানমন্ত্রী

‘ওয়ার্ল্ড স্কিলস বাংলাদেশ’ এর লোগো উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকের শুরুতে লোগোটি উন্মোচন করেন তিনি।

এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মজিবুল হক লোগো সংবলিত ক্রেস্টটি প্রধানমন্ত্রীকে উপহার দেন।

বর্তমান সময়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দক্ষতা বা স্কিলস বৃদ্ধির ওপর জোর দেয়া হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গঠিত হচ্ছে ন্যাশনাল স্কিলস ডেভোলাপমেন্ট অথারিটি বা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। ২০১৯ সালের আগস্ট মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশনে বাংলাদেশ অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দেশের নিজস্ব লোগো আছে। এর আগে বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের জন্য ওয়ার্ল্ড স্কিলস বাংলাদেশের লোগোটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com