রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে ডুবে রাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে শ্যামপুরের ইকোপার্ক সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোর শ্যামপুরের স্থানীয় বাসিন্দা। বাবার নাম আজাদ। সে স্থানীয় একটি সিলভার কারখানায় কাজ করতো।
নিহতের খালু আব্দুল হাই জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।