logo
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৪৬
অ্যাপলকে শাওমির চ্যালেঞ্জ
প্রথম বাংলাদেশ ডেস্ক

অ্যাপলকে শাওমির চ্যালেঞ্জ

সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল নতুন আইফোন এবং স্মার্টওয়াচ বাজারে ছেড়েছে। এগুলোর দাম বেশ চড়া। যাদের এসব কেনার সাধ্য নেই তাদের জন্য ফোনসহ সাশ্রয়ী দামে বেশ কয়েকটি গ্যাজেট এনেছে চীনের অ্যাপল খাত শাওমি। 

যে দামে একটি আইফোন কিনতে খরচ হবে সেই দামে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনসহ একটি ল্যাপটপ ও বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কম্বো অফার ঘোষণা করলো শাওমি। 

সম্প্রতি শাওমি চীনের ওয়েবসাইটে তিনটি নতুন কম্বো প্যাক লঞ্চ করেছে। কম্বোগুলোর নাম এক্সএক্স সুইট, এক্সএস মাক্স সেট এবং এক্সআর সুইট।
 
এই সবকয়টি কমবোতেই একটি স্মার্টফোন, একটি ল্যাপটপ, একটি ফিটনেস ব্যান্ড আর একটি অডিও প্রোডাক্ট রয়েছে। চীনে নতুন আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স এবং এক্সআর যে দামে পাওয়া যাবে ওই একই দামে কম্বোগুলো বিক্রি করা হচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com