logo
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:২৬
রাজনীতিতে দেউলিয়া বিএনপি এখন আমেরিকামুখি: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি

রাজনীতিতে দেউলিয়া বিএনপি এখন আমেরিকামুখি: হানিফ

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন রাজনীতিতে দেউলিয়া হয়ে পড়েছে। এজন্যই দলটি দেশের জনগণের ওপর আস্থা রাখতে না পেরে আমেরিকায় দৌড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এসব কথা বলেন। এর আগে তিনি কুষ্টিয়া সরকারি কলেজের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, ‘২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকে বিএনপি-জামায়াত বিচার বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। ২০১৫ সালে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য পেট্রলবোমা সন্ত্রাস চালিয়েছিল। বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। কিন্ত তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি।’

‘বিএনপির প্রত্যেকটি দাবি জনবিচ্ছিন্ন, ব্যক্তিগত ক্ষমতা যাওয়ার কৌশল। তাই বিএনপির দাবির প্রতি জনগণের সমর্থন না থাকায় তারা কোনো আন্দোলনে গড়ে তুলতে পারেনি।  আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা এখন লবিস্ট নিয়োগ করে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। একমাত্র রাজনৈতিকভাবে দেউলিয়া হলেই কেউ লবিস্ট নিয়োগ করে বিদেশিদের কাছে ধর্না দিতে পারে। এতে  প্রমাণিত হয়েছে এদেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। ষড়যন্ত্রের প্রতিই তাদের আস্থা। বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের মানুষ কখনোই তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে হানিফ বলেন, ‘বাংলাদেশের সেরা চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে। এর বাইরে উনার ব্যক্তিগত চিকিৎসক কোন পর্যায়ে আছেন যে উনি দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে পারছেন না। এর মাধ্যমে প্রমাণিত হয় তারা চিকিৎসা নিয়ে রাজনীতি করতে চায়।’

এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদের, কর্মচারী পরিষদের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com