logo
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:০২
শাওমির ৩৪ মেগাপিক্সেলের ফোন
প্রথম বাংলাদেশ ডেস্ক

শাওমির ৩৪ মেগাপিক্সেলের ফোন

৩৪ মেগাপিক্সেলের চার ক্যামেরার ফোন আনছে চীনের শাওমি। মডেল রেডমি নো প্রো। সম্প্রতি এই ফোনটি তথ্য ও ছবি অনলাইন ফাঁস হয়েছে। ফোনটি বড় ডিসপ্লেতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। এর কনফিগারেশনও উচ্চ মানের।

ফোনটিতে আছে ৬.২৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২২৮০ পিক্সেল। ডিসপ্লেতে নচ রয়েছে। ডিসপ্লের নচ অদৃশ্য করে রাখার জন্য ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় ওয়ালপেপার।

ফোনটিতে ডুয়েল রিয়ার এবং ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটাপ রয়েছে। ডুয়েলে আছে ২০ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ১২ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরায় এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।  

শাওমি শিগগিরই এই ফোনটি বাজারে ছাড়বে। যদিও শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। 

ফোনটিতে ৪ কিংবা ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হতে পারে। ব্যাকআপের জন্য ফোনটিতে থাকতে পারে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com