logo
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪২
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় ১০ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় ১০ অক্টোবর

এক যুগেরও বেশি সময় আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ ঘোষণা হয়েছে অবশেষে। আগামী ১০ অক্টোবর আসামিদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিচারিক আদালত।

নৃশংস এই হামলার ঘটনায় করা দুই মামলার আইনি যুক্তি উপস্থাপন শেষে মঙ্গলবার এই সিদ্ধান্ত জানান ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

বেলা ১১টা ৫০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর আসামিপক্ষে আইনজীবী এসএম শাহজাহান যুক্তি তুলে ধরেন। এরপর সাইফুল ইসলাম ডিউকের পক্ষে যুক্তি দেন আব্দুর রেজ্জাক খান ও খন্দকার মাহবুব হোসেন। আর বেলা একটা ৫৩ মিনিটের দিকে রায়ের তারিখ জানান বিচারক।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com