logo
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩২
১৪ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান উধাও
প্রথম বাংলাদেশ ডেস্ক

১৪ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান উধাও

রাশিয়ার একটি সামরিক বিমান ১৪ জন আরোহীসহ থেকে রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। সিরিয়ার আকাশে  থাকা অবস্থায় বিমানটি অদৃশ্য হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর বিবিসির।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্থানীয় সময় সোমবার রাত ১১টার দিকে ভূমধ্যসাগরের ওপরে থাকা অবস্থায় ক্রুসহ আইএল-২০ টার্বো-প্রপ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

মস্কো থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি লাতাকিয়া প্রদেশে অবস্থিত রাশিয়ার হিমেইমিম বিমান ঘাঁটিতে ফেরার সময় রাডারের দৃশ্যপট থেকে উধাও হয়ে যায়।

রাশিয়াত সংবাদ সংস্থা তাস জানায়, বিমানটি যখন নিখোঁজ হয় তখন সিরিয়ার লাতাকিয়ায় লক্ষ্যস্থলগুলোর ওপর ইসরায়েলের চারটি এদ-১৬ জেট বিমান হামলা চালাচ্ছিল। একই সময় রাশিয়ার এয়ার কন্ট্রোল রাডার সিস্টেম ওই এলাকায় অবস্থানরত ফ্রান্সের ফ্রিগেট উভার্নিয়া থেকে ছোড়া রকেট শনাক্ত করে।

নিখোঁজ বিমানের ১৪ আরোহী পরিণতি কী হয়েছে তা অজানা রয়ে গেছে এবং হিমেইমিম ঘাঁটি থেকে একটি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com