করপোরেট পার্টনারশিপ ফর ইসিডি (আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট) প্রকল্পের ফলাফল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মাহমুদা শারমীন বেনু। অন্যদের মধ্যে পিভিএইচ-এর কান্ট্রি ম্যানেজার নাজিব সৈয়দ, সেভ দ্য চিলড্রেন-এর শিক্ষা কর্মসূচির পরিচালক জুলফিকার বুশরা, মেহেরুন্নাহার স্বপ্না, রেডিমেড গার্মেন্টস ও অন্যান্য করপোরেট এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকল্পটির ওপর একটি গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করা হয়। গবেষণাটি ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের পেরি-আরবান এবং উপকূলীয় অঞ্চলের ১৪টি গার্মেন্টস ফ্যাক্টরির ইসিডি প্রকল্পের উপর পরিচালিত হয়। গবেষণাটির মূল উদ্দেশ্য ছিল সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহযোগিতায় গার্র্মেন্টস ফ্যাক্টরি কর্তৃক পরিচালিত শ্রমিক ও শ্রমিকদের পিছিয়ে পড়া শিশুদের প্রারম্ভিক শিশুবিকাশ কর্মসূচির প্রভাব যাচাই করা।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ রেডিমেট গার্মেন্ট-এর উদ্যোগে এ ধরণের ইসিসিডি কর্মসূচির প্রশংসা করেন এবং সকল অংশীজনদের সহযোগিতায় এ ধরণের কর্মসূচি ভবিষ্যতে বাস্তবানের ওপর জোর দেন।