logo
আপডেট : ৩১ মে, ২০১৮ ১২:৪১
আবারও একা হয়ে গেলেন এমা ওয়াটসন
প্রথম বাংলাদেশ ডেস্ক

আবারও একা হয়ে গেলেন এমা ওয়াটসন

বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় হ্যারি পটার চলচ্চিত্রের হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে বিশ্বখ্যাতি অর্জন করেছেন এমা ওয়াটশন। বছর তিনেক আগে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধু উইলিয়াম নাইটের সঙ্গে প্রেমে জড়ান এই ব্রিটিশ তারকা। গেল বছর সেই সম্পর্ক ভেঙে গেছে। প্রে দীর্ঘ দুই বছর প্রেম করার পর বনিবনা না হওয়ায় এ সম্পর্ক আর টেকেনি। ছয়মাস আগে চোর্ড অভর্সট্রিটের প্রেম শুরু হয় তার। সেটি নিয়ে বেশ আলোচনাও হয়। আবারও ভাঙলো এই প্রেমের সম্পর্কটাও।

এদিকে গুঞ্জণ ছড়িয়েছে এমা এবং চোর্ড যোগাযোগ রক্ষা করে চলেছেন, নিয়মিত দেখা করছেন তারা। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ, তরুণ তারকা যুগল পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এমা আবারও একা হয়ে গেছেন।

‘দ্য সান’- এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তাদের মধ্যে কোনো যোগাযোগ হচ্ছে না এবং উভয়ই এখন একা।’ এই যুগলের প্রথম দেখা হয় ২০১৭ এর শেষের দিকে। তখন এমা তার দুই বছরের সম্পর্কের ছেদ ঘটিয়েছিলেন উইলিয়াম নাইটের সঙ্গে।

এরপরই এমা-চোর্ড প্রেমে পড়েন। এই যুগলের ঘনিষ্ঠতা ছিল ঈর্ষা করার মতো। এরপর তারা লস এঞ্জেলসে দীর্ঘসময় অতিবাহিত করেন এবং আনন্দঘন মুহূর্তের স্থিরচিত্র ধারণ করেন। এটা ছিল মাত্র কয়েক মাস আগের ঘটনা। এখন সবই স্মৃতি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com