logo
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৪৫
ফুল স্ক্রিন ডিসপ্লের নতুন ফোন আনলো অপো
প্রথম বাংলাদেশ ডেস্ক

ফুল স্ক্রিন ডিসপ্লের নতুন ফোন আনলো অপো

দেশের বাজারে  অপো আনলো সুপার স্ক্রিন ডিসপ্লে এবং ডুয়েল ক্যামেরা সম্পন্ন মিড-রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোন এ৫। এর আগে অপো প্রথম ডুয়েল ক্যামেরা সিরিজ এ৩ বাজারে নিয়ে আসে। 

অপো এ৫ এ রয়েছে ১৩+২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল এ.আই প্রযুক্তি সম্পন্ন ফ্রন্ট ক্যামেরা। এতে আরও রয়েছে সুপার ফুল স্ক্রিন ডিসপ্লে, যা সাশ্রয়ী দামের স্মার্টফোনগুলোর মধ্যে সেরা। 

এই ডিভাইসটি ২.০ এ.আই বিউটি প্রযুক্তি সাপোর্ট করে, যেটি তরুণ গ্রাহকদের দেয় আরও প্রাকৃতিক ও বাস্তবর্ধমী সেলফির অভিজ্ঞতা। ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রমের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ অক্টাকোর প্রসেসর এবং ৪,২৩০ এমএএইচ ব্যাটারি। ফোনটির মূল্য ২০,৯৯০ টাকা।

নতুন উন্মোচিত এই ডিভাইস প্রসঙ্গে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো এ৫ স্মার্টফোনটি আমাদের সম্মানিত মিড-রেঞ্জ গ্রুপের গ্রাহকদের সবচেয়ে সেরা অভিজ্ঞতা দেবে। নতুন এই সেলফি এক্সপার্টের সাথে আকর্ষণীয় ডিজাইন ও ফিচার নিয়ে আসতে পেরে সত্যিই আনন্দিত। আমরা আশা করি এই ফোনটি বাংলাদেশের বাজারে বেশ সাড়া ফেলবে’। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com