logo
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:১২
মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসছে ভারত-পাকিস্তান
প্রথম বাংলাদেশ ডেস্ক

মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসছে ভারত-পাকিস্তান

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার আহ্বান জানিয়েছেন ইমরান। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশিও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক চিঠিতে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।

সেই চিঠির সাড়া দিয়ে আসন্ন জাতিসংঘের বাৎসরিক অধিবেশনের ফাকে নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে রাজি হয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন বার্ষিক বৈঠকের অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির মধ্যে বৈঠক হবে। বৈঠকের দিনক্ষণ দুই দেশ আলোচনার মাধ্যমে ঠিক করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়ে এক চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে বলা হয়েছিল, সুসম্পর্ক রক্ষার একমাত্র উপায় গঠনমূলক আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন।

সেই চিঠির উত্তরে ইমরান খুব সম্প্রতি যে চিঠি লিখেছেন, তাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় প্রস্তুত বলেও চিঠিতে লিখেছেন ইমরান।

তবে মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে খুব বেশিকিছু নিয়ে আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ভারত। আগামী নভেম্বরে পাকিস্তানে সার্ক সম্মেলনেও অংশ নেবে না ভারত।

এছাড়া সীমান্তে ভারতীয় সেনাকে সম্প্রতি গলা কেটে পাকিস্তান সেনারা হত্যা করেছে বলে অভিযোগ করেছে ভারত। তবে পাকিস্তান একথা অস্বীকার করেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com