logo
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৪২
বনশ্রী সোসাইটি নির্বাচন : ভোটগ্রহণ শেষে চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক

বনশ্রী সোসাইটি নির্বাচন : ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বনশ্রী সোসাইটি নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে চলছে ভোট গণনার কাজ।

জানা গেছে, ২০০৪ সাল থেকে দুই বছর পরপর বনশ্রী সোসাইটি নির্বাচন হচ্ছে। এবার ভোটার তালিকায় নাম উঠেছে ২ হাজার ২৬৭ জন ভোটারের। নির্বাচনে দুই প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো, বাতেন-নিরু পরিষদ অন্যটি কালাম-হক পরিষদ। উভয় প্যানেলেই ৩৭ জন করে প্রার্থী।

 

এলাকাবাসীর অভিযোগ, সমস্যার সম্মুখীন হলে সুরাহা হয় না। ভোগান্তি আরও বাড়ে। একটা জিডি করতে হলেও খিলগাঁও থানায় যেতে হয়। আবাসন সমস্যা ও ড্রেনেজ সমস্যা দীর্ঘদিনের। বনশ্রীর একটা অংশ পড়েছে দক্ষিণে আরেকটা উত্তর সিটিতে।

সাধারণ বাসিন্দাদের ভাবনা, আলাদা নয়, এক সিটি কর্পোরেশনের আওতায় থাকতে চান তারা। দীর্ঘদিন ধরে দোলাচালের মধ্যে পড়ে এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে রামপুরা বনশ্রীর একাংশ।

ভোটার ও প্রার্থীরা জানিয়েছেন, সকাল থেকে শুরু হওয়া ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু হয়েছে। ভোট গণনা শেষে জানা যাবে ফলাফল।

এবার পরিবর্তনের ডাক দিয়ে বাতেন-নিরু প্যানেল থেকে সভাপতি পদে এ এ বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. নুরুল কবির নিরু এবং কালাম-হক প্যানেল থেকে সভাপতি পদে মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল হক।

বাতেন-নিরু পরিষদ থেকে সভাপতি প্রার্থী এম এ বাতেন চৌধুরী জানান, ভোটাররা ভোট দিয়েছেন। ভোট সুষ্ঠু হয়েছে। ভোট গণনা শেষ হলে বোঝা যাবে কার হাতে দায়িত্ব পড়ছে বনশ্রীর আবাসন উন্নয়নসহ সার্বিক সমস্যা সমাধানের। জয়ী হলে ভোটারদের দাবি-দাওয়া বাস্তবায়ন করার প্রতিশ্রতি দেন তিনি।

অন্যদিকে কালাম-হক প্যানেল থেকে সভাপতি প্রার্থী মো. আবুল কালাম বলেন, ভোটাররা পরিবর্তন চায়। সেই পরিবর্তন আর উন্নয়নের ডাক দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

জয়ী হবার আশা ব্যক্ত করে এ প্রার্থী বলেন, পুরো রামপুরা বনশ্রীকে একসঙ্গে রাখার প্রক্রিয়া এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন তিনি।

বাতেন-নিরু পরিষদ থেকে যুগ্ম সম্পাদক (গ্যাস-পানি ও বিদ্যুৎ) পদে প্রার্থী হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বড় ভাই মোস্তাক আহমেদ শিপন।

তিনি বলেন, রাস্তা ঘাটের সমস্যা, নিরাপত্তা, যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করাসহ নানান উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা আছে। যেই নির্বাচিত হোক এখানকার বাসিন্দাদের জন্য কাজ ও সমস্যা সমাধানই মূল উদ্দেশ্য।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com