আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৫৭
ট্রাকে থাকা বিয়ারে ঢেকে গেল জিপ
প্রথম বাংলাদেশ ডেস্ক
ভারতের রাজস্থানে একটি টোল প্লাজায় বিয়ারবাহী একটি ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার কৃষাণগড় জেলায় এই দুর্ঘটনা ঘটে। আর পুরো ঘটনাটি ধরে পড়েছে টোল বুথের সিসিটিভিতে।
জয়পুর-আজমির মহাসড়কে শুক্রবার দুপুর ৩টায় এই ঘটনা ঘটে। এতে ট্রাকচালকও আহত হয়েছেন।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি এসইউভি গাড়ি টুল বুথে টাকা পরিশোধ করতে অগ্রসর হচ্ছিল। ঠিক এই মুহূর্তে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই গাড়িটির পিছন থেকে ধাক্কা দেয়। ট্রাকে থাকা বিয়ারের প্রায় সব বোতল এসইউভিটির ওপর হুড়মুড়িয়ে পড়ে। ট্রাকের ধাক্কায় গাড়ির পাশাপাশি টুল বুথটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।