logo
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:০৬
ইরাক-আফগানিস্তানের পরেই বেশি সন্ত্রাসী হামলা ভারতে
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইরাক-আফগানিস্তানের পরেই বেশি সন্ত্রাসী হামলা ভারতে

সন্ত্রাসবাদী হামলায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে ভারত। এই তালিকায় ভারতের আগে শুধু রয়েছে ইরাক ও আফগানিস্তান। এমনকি পাকিস্তানও ভারতের চেয়ে কম সন্ত্রাস আক্রান্ত বলে দাবি করেছে আমেরিকার ন্যাশনাল কনসর্টিয়াম ফর দ্য স্টাডি অব টেরোরিজম।

২০১৬-তেও এই তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারত। ২০১৫-য় পাকিস্তান ছিল তৃতীয় স্থানে।

এই মার্কিন সংস্থার তথ্য অনুযায়ী, ভারতে ২০১৭ সালে যত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তার ৫৩ শতাংশই চালিয়েছে মাওবাদীরা। পৃথিবীর ভয়াবহতম সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মাওবাদী গোষ্ঠী। তালিকায় এদের আগে রয়েছে ইসলামিক স্টেট(এসআই), তালেবান এবং আল-শাবাব।

২০১৭ সালে কাশ্মিরে ২৪ শতাংশ সন্ত্রাসবাদী হামলার বৃদ্ধি ঘটেছে। আর সেই সব হামলায় মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮৯ শতাংশ। ২০১৭ সালে ভারতে মোট ৮৬০টি সন্ত্রাসবাদী হামলা ঘটেছে, তার মধ্যে কাশ্মিরেই ঘটেছে এর ২৫ শতাংশ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com