logo
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১৭
উৎসবে যোগ দিতে কোরিয়ায় অপু বিশ্বাস
প্রথম বাংলাদেশ ডেস্ক

উৎসবে যোগ দিতে কোরিয়ায় অপু বিশ্বাস

অভিনয়ের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করতে দেশ -বিদেশ ঘুরছেন তিনি। গত সপ্তাহে দুবাইয়ে একটি স্টেজ শোতে অংশ নিয়েছিলেন।

এসেই অংশ নিয়েছেন দুর্গা পূজা উপলক্ষে একটি ফ্যাশন শো-তে। নারায়ণগঞ্জের একটি মন্দিরে দেবীর নানা সাজে সেজে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

 

এবার পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ায়। আগামীকাল রোববার, ২৩ সেপ্টেম্বর সিউলের আনসান ওয়া স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে তার অংশ নেয়ার কথা রয়েছে। অপু জাগো নিউজকে জানান, সেখানে স্থানীয় বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ অংশ নিবেন তিনি।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের আমন্ত্রণে যাচ্ছি। সেখানে বাঙালিদের উৎসব হবে। বেশ বড় পরিসরের আয়োজন। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।’

অনুষ্ঠান শেষ করে ২৪ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনয় করছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে। এই ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন তিনি।

এছাড়াও অপু কাজ করছেন কলকাতার একটি ছবিতে। নচিকেতা চক্রবর্তীর গল্পে এই ছবির নাম ‘শর্টকাট’।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com