logo
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৪৫
কালশী বস্তিতে চলছে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক

কালশী বস্তিতে চলছে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান

রাজধানীর মিরপুরে পল্লবী থানাধীন কালশী বস্তিতে আড়াইশ' জনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল মাদকবিরোধী অভিযান শুরু করেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নের্তৃত্বে এ অভিযান শুরু হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. খুরশিদ আলম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ অভিযানে নের্তৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানটির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার।

খুরশিদ আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ছাড়াও অভিযানে রয়েছে এপিবিএন, পুলিশ ও আনসার সদস্য। ২৫০ জনের সমন্বয় টিম এ অভিযানে কাজ করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডেপুটি ডাইরেক্টর ২ জন, উত্তর ও দক্ষিণের এডি, পুলিশের দুইজন ডিসি ও দুইজন এসি অভিযানে অংশ নিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com