logo
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:২২
মালদ্বীপ প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থীর বিজয় দাবি
প্রথম বাংলাদেশ ডেস্ক

মালদ্বীপ প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থীর বিজয় দাবি

মালদ্বীপের আলোচিত প্রেসিডেন্ট নির্বাচানে জয়ী হওয়ার দাবি করেছে বিরোধী দলীয় প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। বিরোধী দলগুলোর যৌথ জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন তিনি। ইব্রাহিম সৌলিহ নিজেকে জয়ী দাবি করলেও দেশটির জাতীয় নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। খবর আল জাজিরার।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে, নব্বই শতাংশ ভোট গণনার পর ৫৮ শতাংশ ভোট পাওয়ার দাবি করেছে ইব্রাহিম। তবে নির্বাচনে জয়ের পাশাপাশি তিনি ভোটে কারচুপিরও অভিযোগ আনেন।

ইব্রাহিম মোহাম্মদ সোলিহ আরও দাবি করেন, তিনি ক্ষমতাসীন দলের প্রার্থী আব্দুল্লাহ ইয়ামিনের থেকে ১৬ ভাগ বেশি ভোট পেয়েছেন।

এক টেলিভিশন বার্তায় ইব্রাহিম সোলিহ বলেন, আমরা নির্বাচনে সংখ্যাগরিষ্ট ভোটে জয় পেয়েছি। এসময় তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান।

মোট ২৬টি প্রবাল প্রাচীর ও ১১৯২টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত মালদ্বীপ। এর জনসংখ্যা চার লাখ। দেশটির অর্থনীতির একটি বিশাল অংশ আসে এর পর্যটন খাত থেকে। কিন্তু সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে এর পর্যটন খাত কিছুটা ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com