ইরানের ওপর যেসব ভুল সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে সেসবের প্রায়শ্চিত্ত করলে তাদের সঙ্গে আলোচনা সম্ভব বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এছাড়া ইরানের তেল বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্র যে পায়তাঁরা করছে সে ক্ষেত্রেও তারা সফল হবে না বলে জানান তিনি। ইরানের তেল বিক্রি বন্ধ করতে গেলে নানামুখি বিপদ তৈরি হবে বলেও জানানা রুহানি।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে থাকা রুহানি সোমবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব বলেন। খবর পার্সটুডের।
ইরানের ব্যাপারে অন্যায় আচরণ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান রুহানি। তিনি বলেন, ‘ট্রাম্প বিনা কারণে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন’।
ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করছেন উল্লেখ করে রুহানি বলেন, ‘যেকোনো আলোচনার আগে এসব অন্যায় আচরণ বন্ধ করতে হবে’।
ইরানের সঙ্গে আলোচনায় বসার মার্কিন প্রস্তাব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘মার্কিন সরকার যদি সততার সঙ্গে তার অতীত ভুলের প্রায়শ্চিত্ত করে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ঘটাতে চায় তাহলে ইরান আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে’।
ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞাকে বেআইনি ও নিষ্ঠুর উল্লেখ করে রুহানি বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা আমেরিকার ব্যাপারে ইরানি জনগণের দৃষ্টিভঙ্গিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে’।