logo
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৫
পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড বঙ্গবন্ধুর নামে উৎসর্গ
নিজস্ব প্রতিবেদক

পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড বঙ্গবন্ধুর নামে উৎসর্গ

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে করা বিশ্ব রেকর্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছেন মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে 'ঢাকাবাসীর বিশ্ব রেকর্ড' শিরোনামে এক সংবাদ সন্মেলনে মেয়র এই কথা জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত 'ডেটল পরিচ্ছন্ন ঢাকা' কর্মসূচি বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। সর্বাধিকসংখ্যক মানুষ একই জায়গায় ঝাড়ু দেয়ার এই বিশ্ব রেকর্ডটি এতদিন ভারতের দখলে ছিল। বর্তমানে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশ এই রেকর্ডের অধিকারী।

সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন বলেন, এই অর্জন এখনো সফল হয়নি। একজন মেয়রের পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। শহরের সব নাগরিককে মেয়র হতে হবে। তাহলে বিশ্ব রেকর্ড আমাদের অর্জন হবে।

মেয়র বলেন, রেকর্ড যেন শুধু রেকর্ড হিসেবে না থাকে, এজন্য সবাইকে সচেতন হতে হবে৷ তাহলে বিশ্ববাসীর কাছে আমরা পরিচ্ছন্ন নগরের মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে পারবো।

চলতি বছরের ১৩ এপ্রিল ৫০ হাজারের বেশি মানুষ রাজধানীর জিরো পয়েন্টে উপস্থিত হন। প্রায় ১৬ হাজারের বেশি মানুষ ওই ক্যাম্পেইনে অংশ নিতে নিবন্ধন করেন৷ চূড়ান্ত নিরীক্ষায় ও নিরপেক্ষ অডিট রিপোর্ট মোতাবেক সাত হাজার ২১ জন নির্দিষ্ট এক মিনিট সময় সক্রিয়ভাবে গিনেসের সব নীতিমালা পূরণ করে বিশ্ব রেকর্ড গড়ে।

রেকিট বেনকিজারের মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজি রেজওয়ান সংবাদ সম্মেলনে বলেন, পরিচ্ছন্নতায় গণসচেতনতা সৃষ্টিতে 'ডেটল পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক' ক্যাম্পেইন নিয়ে গত দুই বছর ধরে কাজ করছি। তিনি বলেন, আমাদের বিশ্বাস সবার সচেতন অংশগ্রহণে পরিচ্ছন্ন বাংলাদেশ সম্ভব।

পরিচ্ছন্নতার এই কর্মসূচির আয়োজনে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ডেটল বাংলাদেশ, ডিএমপি এবং গাজী টিভি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com