logo
আপডেট : ১৩ জুন, ২০১৮ ১২:১২
উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত
অনলাইন ডেস্ক

উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৩ জন। পর্যটকবাহী একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজককে আঘাত করলে উল্টে গিয়ে বুধবার ভোরে উত্তর প্রদেশের মৈনপুরি জেলায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট ভলভো বাসটি রাজস্থানের জয়পুর থেকে উত্তর প্রদেশের ফরুখাবাদে ফিরছিল।

মৈনপুরি জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার জানিয়েছেন, এ ঘটনায় ১৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের এটাওয়া জেলার সাফাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসের কয়েকজন যাত্রী জানান, চালক বাসটি খুব গতিতে চালাচ্ছিলেন। নিহতদের অনেকে বাসের ছাদে ভ্রমণ করছিলেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং আহতদের উপযুক্ত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com